যশোর যুবলীগের আবারো ঝটিকা মিছিল

যশোরে আবারো যুবলীগ ঝটিকা মিছিল করেছে বলে দাবি করে যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন ঝটিকা মিছিলের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক অথবা কাপড় বাঁধা অবস্থায় তারা নানা স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ সরকার মানি না, মানব না; পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান; আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না; অবৈধ তফসিল মানি না, মানব না; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগানের পাশাপাশি তারা আরও নানা স্লোগান দেন। উল্লেখ্য, এরআগে যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে ঝটিকা মিছিল করেছিল সংগঠনটির একাংশ। যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। তবে, ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওই মিছিলটিও ৬নং ওয়ার্ডের

যশোর যুবলীগের আবারো ঝটিকা মিছিল

যশোরে আবারো যুবলীগ ঝটিকা মিছিল করেছে বলে দাবি করে যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন ঝটিকা মিছিলের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক অথবা কাপড় বাঁধা অবস্থায় তারা নানা স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ সরকার মানি না, মানব না; পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান; আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না; অবৈধ তফসিল মানি না, মানব না; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগানের পাশাপাশি তারা আরও নানা স্লোগান দেন।

উল্লেখ্য, এরআগে যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে ঝটিকা মিছিল করেছিল সংগঠনটির একাংশ। যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। তবে, ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওই মিছিলটিও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে করা হয়েছিল।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এটা ঝটিকা মিছিল বলা যাবে না। ৫/৭ জন ব্যক্তি একস্থানে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow