যশোর যুবলীগের সভাপতি রেন্টু ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

3 months ago 11
যশোর জেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র  জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  সোমবার (১৯ মে) দুপুরে যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলা যুবলীগের সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর বিরুদ্ধে ‘পারমিশন কেস’ দায়ের করে দুদক। সেই অভিযোগে তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারকেও আসামি করা হয়। তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অনুসন্ধান আবেদনে উল্লেখ করা হয়েছে রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে নিযুক্ত তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আল-আমীন অনুসন্ধান চলাকালে জানতে পারেন আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে সমস্যা সৃষ্টি করতে পারে। এই প্রেক্ষিতে দুদকের পক্ষে আদালতে আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
Read Entire Article