যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
যশোর সাংবাদিক ফোরাম (জেজেএফ) ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক উপকমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সৈয়দ আহসান কবীর তুষারকে। এ কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান। সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক করা হয়েছে তানভীর আহমেদকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। এ কমিটিতে ইনামুল হোসেন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল্লাহকে। কমিটিতে কাজ করতে আগ্রহ জানান ফয়সাল আহমেদ, রুমান হাসান তামিম ও তারিন সুলতানা। সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে এ সব উপকমিটিকে চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং শুধী শুভাকাঙ্ক্ষীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে দ্রুত দুটি আলাদা আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।
যশোর সাংবাদিক ফোরাম (জেজেএফ) ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক উপকমিটি গঠন করা হয়।
গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সৈয়দ আহসান কবীর তুষারকে। এ কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান।
সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক করা হয়েছে তানভীর আহমেদকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। এ কমিটিতে ইনামুল হোসেন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি থাকতে আগ্রহ প্রকাশ করেছেন।
প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল্লাহকে। কমিটিতে কাজ করতে আগ্রহ জানান ফয়সাল আহমেদ, রুমান হাসান তামিম ও তারিন সুলতানা।
সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে এ সব উপকমিটিকে চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং শুধী শুভাকাঙ্ক্ষীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে দ্রুত দুটি আলাদা আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।
What's Your Reaction?