যশোর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

3 months ago 19

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে শামীম হোসেন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

সোমবার (১ জুলাই) দুপুরে গোগা বিজিবি ক্যাম্পের অধীন হরিশচন্দ্রপুর সীমান্তে সোনাই নদীর তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে শামীম হোসেন বাংলাদেশ ও ভারত সীমান্তের সোনাই নদী পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্য তাকে উদ্দেশ্য করে রাবার বুলেট ছোড়েন। বুলেটটি তার গায়ে লাগে। পরে বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

হরিশচন্দ্রপুর ইউনিয়নের সাবেক মেম্বার বাবুল হোসেন বলেন, বিএসএফের রাবার বুলেটে শামীম হোসেন নামের এক যুবক আহত করেছেন। তবে তার চিকিৎসা কোথায় হচ্ছে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ওই যুবকের বাড়িতে বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। তবে বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

জামাল হোসেন/এসআর/এএসএম

Read Entire Article