যশোর সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর থেকে এমনটি দেখা যায়। বিশেষ করে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। বিজিবি সূত্র জানায়, গুলিবিদ্ধের ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে কার্যত সীমান্ত সিলগালা করা হয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম চলছে। শার্শা উপজেলাধীন বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপীরতলা এলাকাস

যশোর সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর থেকে এমনটি দেখা যায়।

বিশেষ করে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবি সূত্র জানায়, গুলিবিদ্ধের ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে কার্যত সীমান্ত সিলগালা করা হয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম চলছে।

শার্শা উপজেলাধীন বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপীরতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ সময় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow