যশোরে অস্ত্র গুলি ম্যাগজিনসহ আটক ১

যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামে র‍্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। র‍্যাব সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) ভোরের দিকে র‍্যাব হেডকোয়ার্টার ঢাকার একটি বিশেষ দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া মহল্লায় এক অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র গুলি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক সাকিব হাসান রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে র‍্যাব জানিয়েছেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। র‍্যাব জানায়, হস্তান্তর প্রক্রিয়া শেষে আসামিকে থানা হেফাজতে রেখে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

যশোরে অস্ত্র গুলি ম্যাগজিনসহ আটক ১

যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামে র‍্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব।

র‍্যাব সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) ভোরের দিকে র‍্যাব হেডকোয়ার্টার ঢাকার একটি বিশেষ দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া মহল্লায় এক অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র গুলি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক সাকিব হাসান রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে র‍্যাব জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে।

র‍্যাব জানায়, হস্তান্তর প্রক্রিয়া শেষে আসামিকে থানা হেফাজতে রেখে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow