যশোরে কৃষক নেতা খালেক লস্কর স্মরণে শোকসভা

2 months ago 9

যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্করের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

কৃষক সংগ্রাম সমিতির যশোরের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আব্দুল খালেক লস্করের বড় ছেলে নেওয়াজ শরীফ, মেজ ছেলে বণিক বার্তা পত্রিকার মফস্বল সম্পাদক সাইফ উদ দৌলা রুমি, সেজ ছেলে সময় টিভির যুগ্ম-বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদি ও ছোট ছেলে রাকিব উদ দৌলা রাব্বি শোকসভায় বাবার স্মৃতিচারণ করেন।

ডা. আব্দুল খালেক লস্কর ১৯৪২ সালে ১৫ নভেম্বর যশোর জেলার বাঘারপাড়া থানার জহুরপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আজিজুর রহমান লস্কর ছিলেন এলাকার ভূস্বামী।

আব্দুল খালেক লস্কর ১৯৫০ সালের দিকে প্রেমচারা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ খাজুরা এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। তিনি একজন কৃতি ফুটবলারও ছিলেন। খাজুরা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে পরিচয় হয় সংগ্রামী নেতা কমরেড আমজাদ হোসেনের সঙ্গে। ১৯৬৯ সালের গণআন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ এবং ১৯৭০ সালের নির্বাচন বর্জন প্রক্রিয়ায় শামিল ছিলেন। তিনি ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিতে (এমএল) যোগ দেন।

তিনি ২০১০ সালে কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা কমিটির সভাপতি, এরপর কেন্দ্রীয় সদস্য, ২০১৬ সালে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সহ-সভাপতি ও সর্বশেষ ২০১৯ সালের কেন্দ্রীয় সম্মেলনে কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হন।

আরএইচ/জেআইএম

Read Entire Article