যশোরে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল জনতা

1 month ago 14

যশোরের মনিরামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মনিরামপুর পৌর এলাকার গাংড়া গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে। 

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ গ্রাম গাংড়া থেকে গ্রেপ্তার হন রমেশ দেবনাথ।

জানা যায়, ৫ আগস্ট দেশের পট-পরিবর্তনের পর থেকেই রমেশ দেবনাথ আত্মগোপনে ছিলেন। আটকের দিন দুপুরে বাড়ির পাশে গাংড়ার বিলে অবস্থান করছিলেন তিনি। স্থানীয়রা রমেশকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রমেশের বড় ভাই পরেশ দেবনাথ দাবি করেন, বোরো মৌসুমে ধান আবাদে বাড়ির পাশে মাঠে বীজতলা তৈরির কাজ করছিল রমেশ। তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন প্রতিপক্ষ রমেশকে বেধড়ক মারধর করে পুলিশে দেয়। রমেশকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মুক্তিদেব নাথকেও মারধর করা হয়।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article