যশোরে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

3 weeks ago 8
যশোরের নানা আয়োজনের মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে যশোর শহরের কারবালা মাদ্রাসা ও এতিমখানায় এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কারবালা মাদ্রাসার হুজুর।  পরে উপজেলা প্রতিনিধিদের নিয়ে কেক কেটে ও চা আড্ডার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ ও উপস্থিত বিশেষ ব্যক্তিদের মিষ্টি মুখ করানো হয়। কালবেলা যশোর জেলা প্রতিনিধি ইমরান হোসেন পিংকুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির শার্শা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, চৌগাছা প্রতিনিধি শ্যামল দত্ত, অভায়নগর প্রতিনিধি শাহীন আহমেদ, ঝিকরগাছা প্রতিনিধি আলী আশরাফ, বিজ্ঞপন প্রতিনিধি আজগার হোসেন, স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Read Entire Article