যশোরে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় আতিয়ার রহমান নামের এক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা। সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান (৬০) শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত কাশেম ঢালীর ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৯ অক্টোবর বিকেলে ডিবি পুলিশের কাছে খবর আসে আতিয়ার নিজ বাড়িতে ফেনসিডিল মজুত রেখে বিক্রি করছেন। খবর পেয়ে ডিবির এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টা করলে ব্যর্থ হন আতিয়ার। পরে ঘরে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার পর এসআই মুরাদ হোসেন বাদী হয়ে আতিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফায়েল আহমেদ ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মঙ্গলবার মামলার রায় ঘোষণার সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আতিয়ার রহমানকে সাজা দেন। রায় ঘোষণাকালে আতিয়ার আদালতে উপস্থি

যশোরে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় আতিয়ার রহমান নামের এক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা।

সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান (৬০) শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত কাশেম ঢালীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৯ অক্টোবর বিকেলে ডিবি পুলিশের কাছে খবর আসে আতিয়ার নিজ বাড়িতে ফেনসিডিল মজুত রেখে বিক্রি করছেন। খবর পেয়ে ডিবির এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টা করলে ব্যর্থ হন আতিয়ার। পরে ঘরে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার পর এসআই মুরাদ হোসেন বাদী হয়ে আতিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফায়েল আহমেদ ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মঙ্গলবার মামলার রায় ঘোষণার সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আতিয়ার রহমানকে সাজা দেন। রায় ঘোষণাকালে আতিয়ার আদালতে উপস্থিত ছিলেন।

মিলন রহমান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow