যশোরের শার্শায় বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর

2 weeks ago 7

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শার্শায় বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দুই দফায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুবদলের নতুন কমিটিতে পদ ও মাটি বিক্রিকে কেন্দ্র করে বাগআঁচড়া গ্রামের ইসমাইলের ছেলে মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে বাবর আলী বাবুর সঙ্গে পূর্ব শক্রতা ছিল। তারা দুজনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির অনুসারী।

তারই জেরে বুধবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে মারধর করে তার কাছ থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে বাবুর পক্ষের নেতাকর্মীরা খবর পেয়ে রাত ১২টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাঙচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষণসহ বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

যশোরের শার্শায় বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর

এরপর বৃহস্পতিবার দুপুরে আবারও মোটরসাইকেল বহর নিয়ে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

এ বিষয়ে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানলে তারা মাসুদের বাড়ির সামনে যায়। এটি জানতে পেরে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও দুপুরে তারা নিজেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে মাসুদের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. জামাল হোসেন/জেডএইচ/জিকেএস

Read Entire Article