যশোরের সেই ফুচকা বিক্রেতা আটক

17 hours ago 9

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে ২১৩ জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় সেই ফুসকা বিক্রেতা মনির হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

জানা যায়, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্বপাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ইন্ডিয়ান ভেলপুরির অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুসকা খান। পরে গভীর রাত থেকে তারা পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। পরদিন পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ কালবেলাকে জানান, বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ভেলপুরি বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

Read Entire Article