যা এখনো পারেননি কোনো ভারতীয় ব্যাটার, সেই রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

3 hours ago 3
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করে ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে ভারতের কেবল ২৭ বল লেগেছে।  ভারতের হয়ে এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান অভিষেক। সর্বোচ্চ ১৬ বলে ৩০ রান করেন তিনি। ৩টি ছয় ও ২টি চারে সাজানো ইনিংসে এক অনন্য রেকর্ড গড়েছেন অভিষেক। ভারতের ইনিংসের প্রথম বলেই লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান অভিষেক শর্মা। এই ছয় মেরে অভিষেক চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকালেন।  এর আগে এমন কীর্তি করেছেন রোহিত শর্মা, ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ২০২৪ সালে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন ইংল্যান্ডের বিপক্ষে ২০২৫ সালে। তবে এই তালিকায় অভিষেকই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি রান তাড়া করার সময় ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকালেন।   উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে দলকে জয়পথে নিয়ে যান। অপর ওপেনার শুভমান গিল ৯ বলে অপরাজিত ২০ রান করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও ছিলেন অপরাজিত (৭)। 
Read Entire Article