যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত

3 hours ago 5

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত হোসেন রিমন (২৬) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নির্মাণশ্রমিক মো. আমির হোসেন জানান, দুপুরে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের পাশে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদে রড তুলছিলেন রিমন। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির হোসেন আরও জানান, নিহত রিমন কুমিল্লার দেবিদ্বার থানার মো. জাবেদ ইকবালের ছেলে। কাজলা শেখদী এলাকায় ভাড়া থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস

Read Entire Article