যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাসানের ঢামেকে মৃত্যু

2 months ago 16

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ যুবক মো. হাসান (৩০) মারা গেছেন। হাসান একটি আড়তে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসানের বাবা মো. কবির জানান, হাসান যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন হাসান। শুক্রবার রাত ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসানের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। কর্মসূত্রে রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস

Read Entire Article