শক্ত হাতে হাল ধরে প্রাণপণ চেষ্টা মাঝির
জলের ফোটায় আতঙ্ক ছড়ায় নৌকায়।
আমি শক্ত করে ধরে থাকি গলুইয়ের বাঁক
যাপিত বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে নির্বাক,
সবাই আছে, তবু মনে হয় কেউ নেই আজ
অথচ ভুলে যাই মনুষ্যত্ব, নাই কোনো লাজ।
শক্ত হাতে হাল ধরে প্রাণপণ চেষ্টা মাঝির
জলের ফোটায় আতঙ্ক ছড়ায় নৌকায়।
আমি শক্ত করে ধরে থাকি গলুইয়ের বাঁক
যাপিত বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে নির্বাক,
সবাই আছে, তবু মনে হয় কেউ নেই আজ
অথচ ভুলে যাই মনুষ্যত্ব, নাই কোনো লাজ।