যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রী ছাউনি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁও যাত্রী ছাউনি থেকে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পাইপগান ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব-৯। র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টায় তারা জানতে পারে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও অটোবি কারখানার আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র ও পেট্রোলবোমা মজুত থাকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে র‌্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঢাকা-সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে যাত্রী ছাউনির বসার জায়গার নিচে একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। র‌্যাব

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রী ছাউনি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁও যাত্রী ছাউনি থেকে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পাইপগান ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব-৯। র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টায় তারা জানতে পারে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও অটোবি কারখানার আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র ও পেট্রোলবোমা মজুত থাকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে র‌্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঢাকা-সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে যাত্রী ছাউনির বসার জায়গার নিচে একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। র‌্যাবের ধারণা, এসব অস্ত্র ও পেট্রোলবোমা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে সেখানে রাখা হয়েছিল। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম শহিদুল ইসলাম বলেন, উদ্ধার অস্ত্র ও পেট্রোলবোমার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। আইনি ব্যবস্থা নিতে উদ্ধার পাইপগান ও পেট্রোলবোমা জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow