যাত্রী বেশে অ্যাম্বুলেন্সে গাঁজা নিয়ে যাচ্ছিলেন সারোয়ার 

3 months ago 6
রাজশাহী নগরীতে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহনের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় ৬ কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে।  সোমবার (১৯ মে) ভোরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।  গ্রেপ্তার গোলাম সারোয়ার জাহান (২৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে।  র‍্যাবের কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, শিরোইল বাসস্ট্যান্ড থেকে এক মাদককারবারি গাঁজা ব্যবসার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। সোমবার ভোরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক কারবারি গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামি পেশায় রাজমিস্ত্রি। নিজ পেশার আড়ালে ঢাকার অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় ধানের বস্তায় লুকায়িত অবস্থায় গাঁজা বহন করছিল। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহনের আড়ালে গাঁজা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Read Entire Article