যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তরে বিপুল জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।  অভিযান চলাকালে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। অভিযানে মাঠপর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন। এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে পরিবহনযোগে জাটকা পাচার বন্ধে প্রতিদিন বিভিন্ন সড়ক ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। জাটকা পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছি। জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি। একইসঙ্গে স্থলপথে যেন পরিবহন

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তরে বিপুল জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে মাঠপর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে পরিবহনযোগে জাটকা পাচার বন্ধে প্রতিদিন বিভিন্ন সড়ক ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। জাটকা পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছি। জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি। একইসঙ্গে স্থলপথে যেন পরিবহনযোগে জাটকা পাচার না করা যায়, সে জন্য টহল জোরদার করা হয়েছে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। প্রতিদিন নৌ-নদী ও স্থলপথে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow