যাত্রীবাহী বাসে অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, দুই পিস্তল জব্দ

নির্বাচনের আগমুহূর্তে রাজধানীতে অবৈধ অস্ত্র সরবরাহের চেষ্টার তথ্য মিলেছে। রাজধানীর শ্যামপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার। তিনি বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায়, দূরপাল্লার একটি বাসে করে একজন অস্ত্র ব্যবসায়ী ঢাকায় প্রবেশ করছে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডিবি লালবাগ বিভাগের একটি দল শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের বনফুল মিষ্টির দোকানের সামনে অবস্থান নেয়। তিনি আরও জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা দূরপাল্লার একটি বাস থামিয়ে বাসের সুপারভাইজার ও হেলপারের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজগর আলী ওরফে ভোলাকে শনাক্ত করা হয়। ডিসি মোস্তাক সর

যাত্রীবাহী বাসে অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, দুই পিস্তল জব্দ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow