যাত্রীর চাপ বাড়লেও সাইনবোর্ডে জ্যাম নেই

3 months ago 30

হাতে আর কাঁধে জামা-কাপড়ের ব্যাগ। এ অবস্থায় দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। তাদের এই অপেক্ষা গন্তব্যে পৌঁছে দেওয়ার গাড়ির জন্য। কিছুক্ষণ পরপর বিভিন্ন কোম্পানির দূরপাল্লার যানবাহন এসে যাত্রী নিয়ে ছুটে চলছে। তারপরও বাস কাউন্টারগুলোতে যাত্রীর উপস্থিতি কমছে না। ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়ের সুযোগে বির্ধারিত বাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন টিকিট বিক্রেতারা।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ডের বাসস্ট্যান্ডে এমন দৃশ্য দেখা গেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রীদের ভাষ্য, বেশিরভাগ টিকিট কাউন্টারে ৫০-১৫০ টাকা করে বেশি ভাড়া আদায় হচ্ছে। তবে, কাউন্টার কর্তৃপক্ষের দাবি, আগের ভাড়াতেই বিক্রি হচ্ছে টিকিট।

যাত্রীর চাপ বাড়লেও সাইনবোর্ডে জ্যাম নেই

পরিবার নিয়ে চাঁদপুর যাবেন বেসরকারি চাকরিজীবী বুলবুল আহমেদ। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘প্রতিবছর গ্রামে বাবা-মায়ের সঙ্গে কোরবানি দেই। এবছর লম্বা ছুটি পেয়েছি। অনেকদিন গ্রামে থাকার সুযোগ হবে। রাস্তায় জ্যাম না থাকায় অল্প সময়ে পৌঁছে যেতে পারবো। তবে, আগের তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। ১০০ টাকা বেশি দিয়ে টিকিট কিনেছি।’

আরেক যাত্রী রহমান আলীর গন্তব্য নোয়াখালী। তিনি বলেন, ‘আমাদের কারখানা আজ ছুটি দিয়েছে। ১০ দিন ছুটি পেয়ে গ্রামে যাচ্ছি। তবে ভাড়া বেশি নিচ্ছে। আমি নিয়মিত ৫০০-৫৫০ টাকায় গ্রামে গেলেও এবার ৭০০ টাকা নিয়েছে। ঈদের জন্য নাকি ভাড়া বেশি।’

যাত্রীর চাপ বাড়লেও সাইনবোর্ডে জ্যাম নেই

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কেউ অভিযোগ করেননি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের টিম ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কাজ করছে।

মো. আকাশ/এসআর/এমএস

Read Entire Article