যানজট নিরসনে মিরপুরে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

2 months ago 31

নগরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তারই অংশ হিসেবে শনিবার (২৩ নভেম্বর) মিরপুর-১, সনি মোড়, ১০ নম্বর গোল চত্বর, মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবীতে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ করে সংগঠনটি।

প্রতিটি এলাকায় ২০ জন করে কমিউনিটি পুলিশ দুই শিফটে দায়িত্ব পালন করবে। এতে যাত্রী, যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারছে। যা যানযট নিরসনে সহায়ক হচ্ছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।

এর আগে বিভিন্ন সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, পল্টনসহ পৃথক ১০টি স্থানে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি। তারা ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে ভূমিকা রাখছেন।

community-police

শনিবার মিরপুরের কার্যক্রমে মিরপুর ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article