মুফতি মোহাম্মদ আদনান
জীবনের মূল্যবান সময়ের একটা বড় অংশ আমাদের এখন যানবাহনে কেটে যায়। ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা ঢাকাবাসীর জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই জ্যামে আটকে থাকা সময়গুলো মোবাইল দেখে কিংবা অহেতুক গল্পগুজবে কেটে যায়।
অথচ সময় আল্লাহ তায়ালার বড় নেয়ামত। এই নেয়ামত অহেতুক কাজে নষ্ট না করে কাজে লাগানো উচিত। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দুটি নেয়ামত এমন রয়েছে যাতে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে নষ্ট করে থাকে। তা হলো ১. সুস্থতার নেয়ামত। ২. অবসর সময়ের নেয়ামত। (সহিহ বুখারি)
তাই জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করা উচিত। যানবাহনে বসে থাকার সময়গুলোও আমরা চাইলে কাজে লাগাতে পারি। এখানে আমি কয়েকটি আমলের কথা লিখছি যা আমরা যানবাহনে ওঠা ও বসে থাকার সময়ে করতে পারি।
১. যানবাহনের দোয়া পড়ুন
যানবাহনে ওঠার পর প্রথমেই দোয়া পড়ে আল্লাহর নিরাপত্তা গ্রহণ করুন। হাদিসে এসেছে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বাহনে উঠে তিনবার তাকবির বলে এই দোয়া পড়তেন,
سُبْحانَ الذي سَخَّرَ لَنا هذا وَما كُنّا له مُقْرِنِينَ وإنّا إلى رَبِّنا لَمُنْقَلِبُونَ
উচ্চারণ: সুবহানাল্লাজি সাখ্খারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।
অর্থ: পবিত্র মহান সেই সত্তা- যিনি একে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, আমরা নিজের ক্ষমতায় একে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আমাদের অবশ্যই আমাদের প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে। (সহিহ মুসলিম)
২. কোনো প্রয়োজনীয় কাজ করা সম্ভব হলে করুন
নিজের প্রয়োজনীয় কোনো কাজ করা যানবাহনে বসে করা সম্ভব হলে তা করার চেষ্টা করুন। যেমন সারাদিনের কাজের পরিকল্পনা, হিসাব-নিকাশ ইত্যাদি। প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকলে অহেতুক কাজ থেকে বাঁচা সহজ হয়।
মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য (অর্থাৎ তার উত্তম মুসলিম হওয়ার একটি চিহ্ন) হলো, অনর্থক (কথা ও কাজ) বর্জন করা। (সুনানে তিরমিজি: ২৩১৭)
৩. কোরআন তিলাওয়াত করুন
যানবাহনে বসে বসে কোরআন তিলাওয়াত করা যেতে পারে। এখন বেশিরভাগ মানুষের কাছে স্মার্টফোন থাকে। স্মার্টফোনে কোরআনের কোনো একটি এ্যাপ্লিকেশন ইন্সটল করে রাখলে সহজেই দেখে দেখে কোরআন পড়া যায়।
আলহামদুলিল্লাহ, গাড়িতে বসে মোবাইলে কোরআন পড়ে একাধিকবার পূর্ণ কোরআন পাঠ করার তাওফিক হয়েছে। আমার পরিচিত অনেকেই এভাবে কোরআন খতম করেছেন।
কোরআন পড়তে কষ্ট হলে কানে হেডফোন লাগিয়ে কোরআন তিলাওয়াত শোনা যেতে পারে। এটাও সাওয়াবের কাজ।
৪. আল্লাহর জিকির করুন
গাড়িতে কোরআন তিলাওয়াত করা সম্ভব না হলে বা তিলাওয়াত করতে কষ্ট হলে আল্লাহর জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালিমা তাইয়েবা ইত্যাদি জিকিরে মশগুল থেকে সময় পার করুন। সঙ্গে একটা ছোট্ট তাসবিহ রাখলে জিকিরের কথা মনে পড়ে এবং মনোযোগ ধরে রাখাও সহজ হয়।
৫. গুনাহ থেকে বেঁচে থাকুন
গুনাহ থেকে বেঁচে থাকুন এবং রাস্তার হক আদায় করুন। রাস্তায় চলার সময় রাস্তার হক আদায় করতে হয়। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমারা রাস্তার হক আদায় করো! সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! রাস্তার হক কী? তিনি বললেন, চোখ নিচু রাখা, অন্যের কষ্টের বিষয়ে সচেতন থাকা, সালাম এলে তার উত্তর দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া ও মন্দ কোন কাজ দেখলে সাধ্যমত বারণ করা। (সহিহ মুসলিম)
তাই রাস্তায় কারও বিপদ দেখলে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কোনো অপরাধ দেখলে সম্ভব হলে বারণ করুন। পরস্পর সালাম বিনিময় করুন। পাশের সিটে বসা ব্যক্তির কষ্ট হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। সহযাত্রী, কন্ডাক্টরসহ সবার সাথে উত্তম আচরণ করুন।
লেখক: খতিব, মকিম বাজার জামে মসজিদ, বংশাল, ঢাকা।
ওএফএফ