যান্ত্রিক ত্রুটিতে ফসলের মাঠে হঠাৎ হেলিকপ্টারের জরুরি অবতরণ

পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। হঠাৎ ত্রুটি ধরা পড়লে পাইলট ঝুঁকি এড়াতে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে ফসলের মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এসময় হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। তারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে। ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরো একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি চিহ্নিত ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে আসেন এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন। এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন জানান, হেলিকপ্টারের সাপোর্টিং ব্যাটারিটির (লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি) চার্জ তোলার জন্য সেটিকে ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিশিয়ান টিম আসবে। আশা করি দ্র

যান্ত্রিক ত্রুটিতে ফসলের মাঠে হঠাৎ হেলিকপ্টারের জরুরি অবতরণ

পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। হঠাৎ ত্রুটি ধরা পড়লে পাইলট ঝুঁকি এড়াতে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে ফসলের মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এসময় হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। তারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরো একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি চিহ্নিত ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে আসেন এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন।

এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন জানান, হেলিকপ্টারের সাপোর্টিং ব্যাটারিটির (লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি) চার্জ তোলার জন্য সেটিকে ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিশিয়ান টিম আসবে। আশা করি দ্রুত সময়ের ভিতর যান্ত্রিকত্রুটি মেরামত সম্ভব হবে।

এ ঘটনার পর সন্ধ্যা নামলেও আশপাশের বাসিন্দারা ফসলের মাঠে হেলিকপ্টারটি দেখতে ছুটে আসেন।

হেলিকপ্টারটির নিরাপত্তার জন্য স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী রাতভর পাহারায় থাকবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow