যারা দেশের জন্য প্রাণ দেন, তারা বেওয়ারিশ নয়: নওশাবা আহমেদ

4 hours ago 4

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনো পড়ে আছে। পরিচয় শনাক্ত করতে না পারা ও পরিবারের সন্ধান না পেয়ে এসব মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে মর্গে রাখা হয়েছে। আজ (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ তথ্য জানিয়েছেন।

অজ্ঞাতপরিচয়ের মরদেহের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন ধরনের মতামত তুলে ধরছেন নেটিজেননারা। জুলাই-আগস্ট আন্দোলনে সর্বতভাবে সমর্থন দেওয়া অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এ নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন ‘যারা দেশের জন্য প্রাণ দেন, তারা বেওয়ারিশ নয়, কখনোই! ওনারা আমাদের, আমরা ওনাদের, বাংলাদেশের!’

আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেলের একটি টিম অজ্ঞাতপরিচয়ের মরদেহের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ৬টি মরদেহ এখনো মর্গে থাকার তথ্য নিশ্চিত করেছেন। এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলেও তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে গিয়ে সেগুলো পরিদর্শন করে।

এমএমএফ/এএসএম

Read Entire Article