সুইজারল্যান্ডের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা প্রমাণ করে যে, ওয়াশিংটন আর বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা পালন করে না, বরং কেবল ইসরায়েলের ইচ্ছা পূরণ করে। জেনেভা ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (GIPRI)-এর সচিব হিচেম লেহমিচি বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।
এই বিশেষজ্ঞের মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার লক্ষ্য ছিল 'কোনো গুরুত্বপূর্ণ মার্কিন বা পশ্চিমা স্বার্থ রক্ষা করা'... বিস্তারিত