যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। খবর আলজাজিরার। সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত একটি মিশনে থাকা বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মেক্সিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার হয়েছেন, তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাতান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করে এবং গ্যালভেস্টন উপসাগরের কাছে শেষবারের মতো শনাক্ত হয়। মেক্সিকোর নৌবাহিনী আরও জানায়, বিমানটি ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে সমন্বয়ে একটি চিকিৎসা মিশনে অংশ নিচ্ছিল। এই সংস্থা গুরুতর দগ্ধ শিশুদের জরুরি চিকি

যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। খবর আলজাজিরার। সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত একটি মিশনে থাকা বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মেক্সিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার হয়েছেন, তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাতান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করে এবং গ্যালভেস্টন উপসাগরের কাছে শেষবারের মতো শনাক্ত হয়। মেক্সিকোর নৌবাহিনী আরও জানায়, বিমানটি ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে সমন্বয়ে একটি চিকিৎসা মিশনে অংশ নিচ্ছিল। এই সংস্থা গুরুতর দগ্ধ শিশুদের জরুরি চিকিৎসার জন্য গ্যালভেস্টনের একটি শিশু হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে। দুর্ঘটনার খবর পেয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় শেরিফ দপ্তরের ডুবুরি ও উদ্ধারকারী দলও তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতি কী ভূমিকা রেখেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow