যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

3 days ago 11
দেশে প্রত্যাশিত সাড়া না পেলেও এবার উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে নতুন সম্ভাবনা দেখছে মিঠু খান পরিচালিত সিনেমা ‘নীলচক্র’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমাটি। আগামী ১৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক শহরে প্রদর্শিত হবে ছবিটি। গত কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’। দেশে মুক্তির সময় তেমন সাড়া না পেলেও এবার বিদেশে প্রবাসী দর্শকদের আগ্রহে নতুন সম্ভাবনা দেখছে ছবিটি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই ২৪টি শহরে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’— এর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকোসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। এ ছাড়া কানাডার বিভিন্ন শহরেও ছবিটি প্রদর্শিত হবে। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা প্রথম ছবিটির প্রিভিউ করি লাস ভেগাসে। তখনই সিদ্ধান্ত নিই, এটি উত্তর আমেরিকায় মুক্তি দেব। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী আমার মতে ‘নেক্সট সুপারস্টার’। গল্পটিও ভিন্নধর্মী— দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।” ‘নীলচক্র’-এর গল্প নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং তার আড়ালে লুকিয়ে থাকা মানবিক সংকটকে ঘিরে। ছবির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা, পরিচালনা করেছেন মিঠু খান এবং প্রযোজনা করেছেন এনায়েত আকবর। ছবিটির অফিসিয়াল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে, আগামী ১৭ অক্টোবর। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।  
Read Entire Article