যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে, প্রশ্নের জবাবে কী বললেন ট্রাম্প?

2 months ago 82

যুক্তরাষ্ট্র কি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে- সাংবাদিকদের এমন প্রশ্নে সরাসরি জবাব এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি সেটা (ইরানে হামলা) বলতে পারি না… আপনি কি সত্যিই ভাবছেন আমি এই প্রশ্নের উত্তর দেবো?’

তিনি বলেন, ‘আপনারা জানেন না আমি এটা করবো কি না। আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

ট্রাম্প আরও বলেন, আমি শুধু এটুকু বলতে পারি—ইরান এখন অনেক সমস্যায় আছে, ওরা আলোচনায় আসতে চায়। আমি ওদের বলেছি, ‘আগে কেন আলোচনা করলে না—এত মৃত্যু আর ধ্বংসের আগে কেন করলে না? দুই সপ্তাহ আগে আলোচনা করলে এখন তোমাদের একটা দেশ থাকতো।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

Read Entire Article