প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড বা সুপার এইটের পার্থক্য কী, তা যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যরোন জোন্স। ব্যাট করতে নেমে শুরুতেই রিজা হেন্ডরিক্সের উইকেট হারায় প্রোটিয়ারা। দলীয় ১৬ রানের মাথায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পেসার নেত্রাভাকারের বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হেন্ডরিক্স। ১১ রান করেন তিনি।
তবে এরপরই কুইন্টন ডি কক এবং এইডেন মারক্রাম মিলে ১১০ রানের বিশাল জুটি গড়ে বড় স্কোরের ভিত তৈরি করে দেন। ৩২ বলে ৪৬ রান করেন মারক্রাম। ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ডি কক। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।
ডেভিড মিলার মাঠে নেমেই আউট হয়ে যান। গোল্ডেন ডাক মারেন তিনি। শেষ দিকে হেনরিক ক্লাসেন এবং ত্রিস্টান স্টাবস অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলেন। ২২ বলে ৩৬ রানে ক্লাসেন এবং ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন স্টাবস।
আইএইচএস/