যুক্তরাষ্ট্রে আবারও সেতুতে জাহাজের ধাক্কা, কয়েকজন আহত

3 months ago 63

যুক্তরাষ্ট্রে আবারও সেতুর সঙ্গে জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে। এবার নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। শনিবার (১৭ মে) ভোরের আগে ইস্ট রিভারে ভেসে চলা অবস্থায় তিন মাস্তুলবিশিষ্ট সেই জাহাজের ওপরের দিকটি আইকনিক ব্রুকলিন ব্রিজে আঘাত করে। এতে জাহাজের মাস্তুল ভেঙে পড়ে যায় এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়।

নিউইয়র্ক ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, ঘটনাস্থলে তারা আহত ব্যক্তিদের সহায়তা দিয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন বা তারা জাহাজে ছিলেন নাকি সেতুর ওপরে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন>>

বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মোবাইল ভিডিওতে দেখা যায়, আঘাতের সময় জাহাজের মাস্তুল ভেঙে পড়ছে এবং সেতুর ডেকে ধাক্কা লাগছে। সংঘর্ষের সময় সেতুতে ভারী যান চলাচল দেখা গেছে।

ধাক্কা লাগার পর জাহাজটি নদীর পাড়ের দিকে ভেসে যায়, আর তীরে থাকা দর্শনার্থীরা আতঙ্কে সরে যান।

প্রত্যক্ষদর্শী সিডনি নিয়েডেল ও লিলি ক্যাটজ বার্তা সংস্থা এপিকে বলেন, তারা সূর্যাস্ত দেখার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন। তারা জানান, মাস্তুল ভেঙে পড়ার সময় জাহাজের ওপরের দিকে একজন মানুষ ঝুলে ছিলেন। ‘প্রায় ১৫ মিনিট ধরে সে ঝুলে ছিল, পরে তাকে উদ্ধার করা হয়,’ বলেন ক্যাটজ।

তারা আরও বলেন, তারা অন্তত দুজনকে স্ট্রেচারে করে জাহাজ থেকে ছোট নৌকায় নামাতে দেখেছেন।

মেক্সিকান নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, তাদের প্রশিক্ষণ জাহাজ ‘কুয়াউতেমোক’ ব্রুকলিন ব্রিজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি প্রচারমূলক সফর চালিয়ে যেতে পারছে না। নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ জাহাজের অবস্থা ও ক্রুদের নিরাপত্তা মূল্যায়ন করছে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং নিউইয়র্ক কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ‘আহত ক্যাডেটদের’ সহায়তা করছেন।

সূত্র: এপি
কেএএ/

Read Entire Article