যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

7 hours ago 7
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা  এ ঘটনার একদিন আগে পুলিশের আহত ও নিহত সদস্যরা একটি গার্হস্থ্য সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছিলেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিতে আহত পুলিশের দুই সদস্যের অবস্থা বুধবার পর্যন্ত স্থিতিশীল ছিল। পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।   প্যারিস বলেন, এ ঘটনা তদন্তে পেনসিলভানিয়ার পুলিশ তার সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করবে এবং ইয়র্ক কান্ট্রি ডিসট্রিক অ্যাটর্নি অফিসার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।  এ ঘটনাকে পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো ইয়র্ক কান্ট্রির জন্য মর্মান্তিক এবং ভয়াবহ বলে বর্ণনা করেন। ৫ লাখ মানুষের বাসকৃত এই অঙ্গরাজ্যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার হত্যার ঘটনার পরই আবার পাঁচ পুলিশ সদস্যদের ওপর গুলির ঘটনা ঘটল।  যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।  
Read Entire Article