যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। ‘নো কিংস’ নামের এই আন্দোলন নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ছড়িয়ে পড়ে।
রোববার (১৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভ দ্রুতই জনস্রোতে রূপ নেয়। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতে মানুষ রাস্তায় নামে। টাইমস স্কোয়ারে হাজারো মানুষ ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা দাবি করেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপ দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। নিউইয়র্ক পুলিশ জানায়, অন্তত এক লাখ মানুষ অংশ নেয়, তবে কোনো গ্রেপ্তার হয়নি।
অন্যদিকে, ট্রাম্পপন্থীরা অভিযোগ করেছেন, বামপন্থি সংগঠন ‘অ্যান্টিফা’ এ আন্দোলনে জড়িত। ট্রাম্প নিজে এসব অভিযোগকে ‘হেইট আমেরিকা র্যালি’ হিসেবে আখ্যা দেন।
বিবিসি জানায়, ক্ষমতায় ফেরার পর ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন দপ্তর ভেঙে দিয়েছেন এবং কিছু অঙ্গরাজ্যে গভর্নরদের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।
সমালোচকদের মতে, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি। তবে ট্রাম্প দাবি করেছেন, তার পদক্ষেপগুলো দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয়। তাকে একনায়ক বলা অযৌক্তিক।