যুক্তরাষ্ট্রে ‘নতুন মহামারির’ হানা, মৃত্যুহার ৩৯ শতাংশ

12 hours ago 7

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে নতুন ফ্লু। ২০১৭ সালের পর প্রাণঘাতী এইচ৭এন৯ বার্ড ফ্লুর ব্যাপক প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। ছড়িয়ে পড়া এ ফ্লুতে মৃত্যুহার ৩৯ শতাংশ। 

মঙ্গলবার ( ১৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এইচ৭এন৯ বার্ড ফ্লুর প্রাদুভাব একটি পোল্ট্রি ফার্মে শনাক্ত হয়েছে। এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন দেশটি ইতোমধ্যেই এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে, যা মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে এবং ডিমের দাম রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে।

ছড়িয়ে পড়া এ ফ্লু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামেও পরিচিত। এর ফলে বিশ্বজুড়ে পোল্ট্রি শিল্প হুমকির মুখে রয়েছে।  কেননা এতে করে সরবরাহ শৃঙ্খল ব্যাহত করছে এবং খাদ্যের দামবেড়ে চলছে। এই ভাইরাসটি গবাদি পশু, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেইরি গাভিসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতেও ছড়িয়ে পড়েছে, যা সরকারগুলোর মধ্যে নতুন মহামারির ঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এইচ৭এন৯ বার্ড ফ্লু ভাইরাসটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হিসেবে প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এই ভাইরাসে আক্রান্ত এক হাজার ৫৬৮ জনের মধ্যে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। এ রোগের মৃত্যুর হার ৩৯ শতাংশ। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে সহজে সংক্রমিত হয় না।

প্যারিসভিত্তিক বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের নক্সুবি কাউন্টির একটি পোল্ট্রি ফার্মে এইচ৭এন৯ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এই ফার্মে ৪৭ হাজার ৬৫৪টি বাণিজ্যিক ব্রয়লার মুরগি ছিল। মার্কিন কর্তৃপক্ষ ১৩ মার্চ এই প্রাদুর্ভাব নিশ্চিত করেছে।

মিসিসিপি রাজ্যের কৃষি ও স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বার্ড ফ্লু মোকাবিলার প্রক্রিয়া ব্যাহত হয়েছিল, যখন ফেডারেল এজেন্সিগুলো কংগ্রেসের ব্রিফিং এবং রাজ্যগুলোর প্রাণী স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বৈঠক বাতিল করেছিল। তবে পরবর্তীতে কিছু সমন্বয় পুনরায় শুরু হয়েছে এবং মার্কিন কৃষি বিভাগ ভাইরাসের বিস্তার রোধে ১ বিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে।

এই প্রাদুর্ভাব বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে বার্ড ফ্লু ভাইরাসের ক্রমাগত রূপান্তর এবং স্তন্যপায়ী প্রাণীতে এর বিস্তার নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির উপর নিবিড় নজরদারি এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে এটি আরও বড় স্বাস্থ্য সংকট তৈরি করতে পারে।

Read Entire Article