যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তারা নিহত হন।  শনিবার (১০ জানুয়ারি) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ক্লে কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতের এই হামলা ৩টি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের কমিউনিটিকে এক ভয়াবহ ট্র্যাজেডির মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামা সীমান্তের কাছের শহর ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, নিহত ছয়জনের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন বলে শেরিফ স্কট এনবিসি নিউজকে জানিয়েছেন। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং বর্তমানে কমিউনিটির জন্য আর কোনো হুমকি নেই বলে জানিয়েছেন শেরিফ। শেরিফ স্কট আরও বলেন, আমি অনুরোধ করছি, আপনারা নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে ব্যস্ত রয়েছে এবং যত দ্রুত সম্ভব হালনাগাদ ত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তারা নিহত হন। 

শনিবার (১০ জানুয়ারি) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ক্লে কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতের এই হামলা ৩টি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের কমিউনিটিকে এক ভয়াবহ ট্র্যাজেডির মধ্য দিয়ে যেতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামা সীমান্তের কাছের শহর ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, নিহত ছয়জনের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন বলে শেরিফ স্কট এনবিসি নিউজকে জানিয়েছেন।

এখনো পর্যন্ত কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং বর্তমানে কমিউনিটির জন্য আর কোনো হুমকি নেই বলে জানিয়েছেন শেরিফ।

শেরিফ স্কট আরও বলেন, আমি অনুরোধ করছি, আপনারা নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে ব্যস্ত রয়েছে এবং যত দ্রুত সম্ভব হালনাগাদ তথ্য জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow