যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য সুখবর

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবার দর্শকদের জন্য খুলে দিচ্ছে বিশেষ সুবিধার দরজা। ম্যাচের টিকিট থাকা ভক্তরা এবার পাবেন অগ্রাধিকারভিত্তিক ভিসা সাক্ষাৎকারের সুযোগ—যা বড় টুর্নামেন্ট সামনে রেখে দেশটির কঠোর ভিসা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস টাস্কফোর্স ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকের পর এই ঘোষণা আসে। ফিফার নতুন উদ্যোগের নাম FIFA Priority Appointment Scheduling System (FIFA PASS)। লক্ষ্য—বিশ্বকাপের সময় বিশ্বের লাখো ফুটবল ভক্ত যেন সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, আর ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতি যেন একই সঙ্গে বজায় থাকে। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘আমেরিকা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমরা বলেছি, এটি ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ হবে—FIFA PASS তারই বাস্তব উদাহরণ।’ ট্রাম্পও ভিসা নিয়ে দেরি না করতে সব বিশ্বকাপ দর্শককে এখনই আবেদন করতে উৎসাহ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও জানিয়েছেন, ভিসার বাড়তি চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন দেশে ৪০০–র বেশি নতুন কনসুলার কর্মকর্তা পা

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য সুখবর
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবার দর্শকদের জন্য খুলে দিচ্ছে বিশেষ সুবিধার দরজা। ম্যাচের টিকিট থাকা ভক্তরা এবার পাবেন অগ্রাধিকারভিত্তিক ভিসা সাক্ষাৎকারের সুযোগ—যা বড় টুর্নামেন্ট সামনে রেখে দেশটির কঠোর ভিসা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস টাস্কফোর্স ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকের পর এই ঘোষণা আসে। ফিফার নতুন উদ্যোগের নাম FIFA Priority Appointment Scheduling System (FIFA PASS)। লক্ষ্য—বিশ্বকাপের সময় বিশ্বের লাখো ফুটবল ভক্ত যেন সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, আর ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতি যেন একই সঙ্গে বজায় থাকে। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘আমেরিকা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমরা বলেছি, এটি ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ হবে—FIFA PASS তারই বাস্তব উদাহরণ।’ ট্রাম্পও ভিসা নিয়ে দেরি না করতে সব বিশ্বকাপ দর্শককে এখনই আবেদন করতে উৎসাহ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও জানিয়েছেন, ভিসার বাড়তি চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন দেশে ৪০০–র বেশি নতুন কনসুলার কর্মকর্তা পাঠানো হয়েছে। তার ভাষায়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ দেশেই ৬০ দিনের মধ্যে ভিসা সাক্ষাৎকার পাওয়া সম্ভব হবে। ২০২৬ সালের বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দলের। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে ৭৮টি ম্যাচ। এছাড়া মেক্সিকোর তিনটি ও কানাডার দুইটি শহর পাবে ম্যাচ আয়োজনের দায়িত্ব। টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফিফা জানিয়েছে, ১০ লাখের বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অক্টোবরের শেষ দিকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের বিক্রিও। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow