অভিনয় জগৎ থেকে আন্তর্জাতিক মঞ্চে। এবার নতুন এক স্বীকৃতির আলোয় আলোকিত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত জমকালো আয়োজনে তাকে সম্মানিত করা হলো এ বছরের মর্যাদাপূর্ণ ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’-এ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ারের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা জানিয়ে শেয়ারকৃত সেই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ চার্চ অব সায়েন্টোলজির কাছে, যারা আমাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে। এই সম্মান আসলে লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং অ্যাকাডেমির সব সদস্যদের।’
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন আনিসুর রহমান মিলন। তবে বর্তমানে দেশের শোবিজ অঙ্গনের ব্যস্ততা থেকে দূরে রয়েছেন তিনি; বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেতা।
জানা যায়, যুক্তরাষ্ট্রের শিল্পীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’-এর সদস্য হয়েছেন তিনি। এর ফলে হলিউডের মূলধারার অভিনয়ে তার জন্য সুযোগ হয়েছে এই অভিনেতার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এম আর-৯: ডু অর ডাই’ মিলনকে সেই পথ খুলে দিয়েছে।
এর আগে মিলন বলেছিলেন, তিনি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। সে কারণে হলিউডে মূলধারার কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। এখন হলিউডের কাজের জন্যই প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।