যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয় তার শপথগ্রহণ অনুষ্ঠান। এর মাধ্যমে আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর পদের অধিকারী হলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশাল অংকের বেতনের পাশাপাশি একাধিক ভাতা ও আজীবন বেশ কিছু সুবিধা পাবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের বেতন
শুনতে অবাক লাগলেও সত্য যে, যুক্তরাষ্ট্রে ২০ বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের বেতন বাড়েনি। দেশটিতে সবশেষ প্রেসিডেন্টের বেতন বাড়ানো হয়েছিল ২০০১ সালে। সেই সময় দেশের সরকারপ্রধানের বার্ষিক বেতন দুই লাখ থেকে বাড়িয়ে চার লাখ মার্কিন ডলার করা হয়। এর পর থেকে প্রেসিডেন্টের বেতন আর বাড়ানো হয়নি।
ফলে পূর্বসূরি জো বাইডেনের সমান চার লাখ ডলারই বেতন পাবেন ট্রাম্প।
ভাতা এবং সুযোগ-সুবিধা
বার্ষিক বেতনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন ভাতা ও সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে:
- ৫০ হাজার ডলার করমুক্ত ব্যয় ভাতা
- এক লাখ ডলার ভ্রমণ খরচ
- ১৯ হাজার ডলার বিনোদন বাজেট
এছাড়াও, নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় যদি হোয়াইট হাউসে পুনঃসজ্জার প্রয়োজন হয়, তাহলে তাকে এক লাখ ডলার পুনঃসজ্জা ভাতা দেওয়া হয়।
সরকারি বাসস্থান এবং নিরাপত্তা
মার্কিন প্রেসিডেন্ট তার পরিবারসহ সরকারি বাসস্থান—হোয়াইট হাউসে থাকার সুযোগ পান। বাসস্থানের খরচ, রক্ষণাবেক্ষণসহ সব ধরনের ব্যয় সরকার বহন করে। হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসস্থান এবং কর্মস্থল উভয় হিসেবে কাজ করে, যা একটি আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ প্রদান করে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রদান করা হয়, যার মধ্যে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকে।
দপ্তর ছাড়ার পর সুবিধা
মার্কিন প্রেসিডেন্টরা অফিস ছাড়ার পরও সরকারি পে-রোলের অন্তর্ভুক্ত থাকেন এবং তাদের বার্ষিক পেনশন (বর্তমানে দুই লাখ ডলারের বেশি) প্রদান করা হয়। এছাড়া, সাবেক প্রেসিডেন্টদের অফিস স্পেস এবং ভ্রমণ খরচও দেওয়া হয়।
সাবেক প্রেসিডেন্টরা বই বিক্রি, বক্তৃতা ইভেন্টসহ অন্যান্য কাজের মাধ্যমে আরও অর্থ উপার্জনের সুযোগ পান।
সূত্র: সিবিএস নিউজ
কেএএ/