যুক্তরাষ্ট্রের জ্বালানি-অবকাঠামোখাতে বিনিয়োগ করবে আদানি

2 months ago 37

যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোখাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতের আদানি গ্রুপ। কোম্পানিটির চেয়ারম্যান গৌতম আদানি এ তথ্য জানিয়েছেন।

এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রে ১৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ে আশা দেখছে ভারত। তবে ট্রম্পের রক্ষণশীল নীতির কারণে কিছুটা উদ্বেগও রয়েছে। বিশেষ করে ট্রাম্পের শুল্ক নীতি।

এক এক্স বার্তায় আদানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীল অবকাঠামোখাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

আদানি গত সপ্তাহে ট্রাম্পকে মার্কিন নির্বাচনে তার বড় জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছিলেন, আমেরিকার গণতন্ত্র তার জনগণকে ক্ষমতায়িত করে ও জাতির নীতিগুলোকে সমুন্নত রাখে।

গত সেপ্টেম্বরে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বলা হয় জ্বালানি বাণিজ্য উভয় দেশের জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

Read Entire Article