যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইয়েমেন  

1 day ago 8

ইয়েমেনের সাদা প্রদেশের সাহার ও সাকিন জেলায় আবারও মার্কিন বাহিনীর বিমান হামলা হয়েছে। তবে এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সাবা নিউজ এজেন্সি ও আল মাসিরাহ টেলিভিশন এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল— ‘সমুদ্রপথে স্বাধীনতা পুনঃস্থাপন।’ তার পাশাপাশি হ্যাশট্যাগে লেখা ছিল ‘হুতিস আর টেরোটিস্ট’। অর্থাৎ হুতিরা জঙ্গি।   

১৫ মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এর আগে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল, তারা লোহিত সাগরে ইসরায়েলি সংযোগযুক্ত জাহাজগুলোর ওপর হামলা পুনরায় শুরু করবে। গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুথিরা।  

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি জানিয়েছেন, রোববার মার্কিন বাহিনীর হামলায় সানার আসের এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।  

এ পর্যন্ত মার্কিন হামলায় ইয়েমেনে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে।

Read Entire Article