যুক্তরাষ্ট্রের মিশিগানে স্মৃতি-বন্ধনে গঠিত হলো বাকৃবি অ্যালামনাই

শিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিশিগান, যুক্তরাষ্ট্র। শীতের তীব্রতা এবং তুষারপাতকে উপেক্ষা করে, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওয়ারেন, মিশিগান শহরের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে মিলিত হন সাবেক শিক্ষার্থীরা। ১৯৭৫ সালের গ্র্যাজুয়েট থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্র্যাজুয়েট পর্যন্ত উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনেকেই আগে থেকে একে অপরকে চিনলেও, প্রথমবার একসঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে মিলনমেলার আয়োজন করা হয়। অ্যালামনাইদের মধ্যে স্মৃতি, নস্টালজিয়া ও বন্ধুত্বপূর্ণ আড্ডার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিতরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, গল্প ও পরিচয়ের মাধ্যমে একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনকে আরও দৃঢ় করেন। উল্লেখযোগ্য উপস্থিত সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, বেলায়েত হোসাইন (১৯৬৮ ব্যাচ, কৃষি অনুষদ), অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার। ফাতেমা হোসাইন লিনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম পাঁচজন নারী শিক্ষার্থীর একজন। ড. কামরুল মজুমদার (১৯৭৮

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্মৃতি-বন্ধনে গঠিত হলো বাকৃবি অ্যালামনাই

শিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিশিগান, যুক্তরাষ্ট্র।

শীতের তীব্রতা এবং তুষারপাতকে উপেক্ষা করে, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওয়ারেন, মিশিগান শহরের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে মিলিত হন সাবেক শিক্ষার্থীরা। ১৯৭৫ সালের গ্র্যাজুয়েট থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্র্যাজুয়েট পর্যন্ত উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনেকেই আগে থেকে একে অপরকে চিনলেও, প্রথমবার একসঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে মিলনমেলার আয়োজন করা হয়।

অ্যালামনাইদের মধ্যে স্মৃতি, নস্টালজিয়া ও বন্ধুত্বপূর্ণ আড্ডার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিতরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, গল্প ও পরিচয়ের মাধ্যমে একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনকে আরও দৃঢ় করেন।

উল্লেখযোগ্য উপস্থিত সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, বেলায়েত হোসাইন (১৯৬৮ ব্যাচ, কৃষি অনুষদ), অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার। ফাতেমা হোসাইন লিনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম পাঁচজন নারী শিক্ষার্থীর একজন। ড. কামরুল মজুমদার (১৯৭৮ ব্যাচ, কৃষি প্রকৌশল), ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক।

আবু হোসাইন জুয়েল (১৯৭৯ ব্যাচ, কৃষি প্রকৌশল), মিশিগান স্টেটের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। ড. আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (ভেটেরিনারি অনুষদ, ১৯৮০-এর দশক), সিভিল সার্জন। প্রকৌশলী জাকির হোসেন (কৃষি প্রকৌশল) ড. মোজাহার হোসেন আহ্মদ (১৯৮৯ ব্যাচ, কৃষি অনুষদ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর।

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্মৃতি-বন্ধনে গঠিত হলো বাকৃবি অ্যালামনাই

প্রকৌশলী অমিতাভ সিংহ (১৯৯৭ ব্যাচ, অ্যানিম্যাল হাজবেন্ড্রি), জেনারেল মোটরস-এর সিনিয়র ডিজাইনার। মোহাম্মদ রায়হানুল ইসলাম (১৯৯৯ ব্যাচ, ভেটেরিনারি অনুষদ), কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাগ্রিকালচার স্পেশালিস্ট।

ড. মো. আব্দুল হালিম (সোহেল) (২০০০ ব্যাচ, ভেটেরিনারি অনুষদ), স্টেলান্টিসের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা। সাইফ সিদ্দিকী (অনন্ত) (২০০০ ব্যাচ, কৃষি প্রকৌশল), স্টেলান্টিসের বৈদ্যুতিক গাড়ি বিভাগের ব্যবস্থাপক।

কাজী মোহাম্মদ মাইনুল ইসলাম (মারুফ) (২০০২ ব্যাচ, কৃষি প্রকৌশল), অ্যামাজনে কর্মরত। নোশিন আরা তুনাজ্জিনা বৈশাখী (২০১৩-১৪ ব্যাচ, কৃষি অনুষদ), প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট।

মিলনমেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্র। এছাড়া, সংগঠনের প্রথম সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা: বেলায়েত হোসাইন ও আবু হোসাইন জুয়েল। সভাপতি: ড. কামরুল মজুমদার। সহ-সভাপতি: ড. মোজাহার হোসেন আহ্মদ। সাধারণ সম্পাদক: প্রকৌশলী সাইফ সিদ্দিকী (অনন্ত)। সাংগঠনিক সম্পাদক: ড. মো. আব্দুল হালিম (সোহেল)।

কমিটির সদস্যরা ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাকৃবির গ্র্যাজুয়েটদের খুঁজে সংগঠনে যুক্ত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানটি প্রমাণ করলো, দেশ ও মহাদেশের সীমা পেরিয়ে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলাও হতে পারে স্মৃতি ও বন্ধুত্বের উৎসব।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow