যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের

2 months ago 33

নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউজে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকেই শত্রুতা রয়েছে। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এলো।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরান শুধু গোপন সমঝোতাই করেনি, বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেই খবর সবার আগে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে বলা হয়, গেল সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, ট্রাম্পের ওপর হামলার যে কোনো হামলা তাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার ইস্যু। আর তিনি হামলার শিকার হলে, তা হবে যুদ্ধ ঘোষণার শামিল।

এরপরই গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে লিখিত প্রতিশ্রুতি দেয় ইরান। তারা জানায়, ট্রাম্পকে হত্যা করার কোনো ইচ্ছা নেই তাদের। যদিও গেল সপ্তাহে ইরানি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ বলছে, ট্রাম্পকে হত্যায় ওই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তবে ইরান দেশটির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

 

Read Entire Article