যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ মোতায়েন করেছে, যার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজের গ্রুপ রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড। সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ‘পরিবর্তনশীল’। তিনি ইরানের কাছাকাছি একটি ‘বড় নৌবহর’ পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, তারা চুক্তি করতে চায়। আমি জানি। তারা একাধিকবার ফোন করেছে। তারা কথা বলতে চায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা গেছে, নিমিটজ-শ্রেণির এই বিমানবাহী যুদ্ধজাহাজ অঞ্চলে ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা’ করতে প্রবেশ করেছে। এদিকে, গত মাসে ইরানে বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছায়। গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে এটি আয়াতুল্লাহ আলি খামেনিবিরোধী এক দফার আন্দোলনে রূপ নেয়। ট্রাম্প বারবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ মোতায়েন করেছে, যার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজের গ্রুপ রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ‘পরিবর্তনশীল’। তিনি ইরানের কাছাকাছি একটি ‘বড় নৌবহর’ পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, তারা চুক্তি করতে চায়। আমি জানি। তারা একাধিকবার ফোন করেছে। তারা কথা বলতে চায়।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা গেছে, নিমিটজ-শ্রেণির এই বিমানবাহী যুদ্ধজাহাজ অঞ্চলে ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা’ করতে প্রবেশ করেছে।

এদিকে, গত মাসে ইরানে বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছায়। গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে এটি আয়াতুল্লাহ আলি খামেনিবিরোধী এক দফার আন্দোলনে রূপ নেয়।

ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা করলে ‘কঠোর আঘাত’ করা হবে। তবে পরে তিনি তার বক্তব্য নরম করে বলেন, তেহরান শত শত নির্ধারিত ফাঁসির সাজা বাতিল করেছে। তাই তিনি কঠোর অবস্থা গ্রহণ বিলম্ব করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow