যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে না জাপান 

5 hours ago 4
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে জাপান এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এর মাধ্যমে ইসরায়েলেরও চক্ষুশূল হতে চাইছে না। গত বুধবার জাপানি সংবাদমাধ্যম আসাহির এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে সরকারি ওই সূত্রটির পরিচয় গোপন রাখা হয়েছে। খবর রয়টার্স  চলতি মাসে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ওপর আরও চাপ সৃষ্টি করবে।  আসাহির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হবে। এতে অংশ নেবেন না জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গত সপ্তাহে জাপানের সংবাদ সংস্থা কিয়োডোর প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দিতে কূটনৈতিকভাবে একাধিক চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জোরালো আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাপান উপযুক্ত সময় এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।  তবে গত শুক্রবার জাপান ১৪২টি দেশের সঙ্গে জাতিসংঘের এক বৈঠকে দ্বিরাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। 
Read Entire Article