মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করার পর রাশিয়ার সার্বভৌম ওয়েল্থ ফাণ্ডের প্রধান বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক রিসেটের নতুন সুযোগ উন্মোচিত হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া ও পাশ্চিমাদের মধ্যে সম্পর্ক ১৯৬২ সালের মিসাইল ক্রাইসিসের পর তলানিতে নেমেছে।
রুশ সার্বভৌম ওয়েল্থ ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেন, বিভিন্ন প্রপাগান্ডা সত্ত্বেও প্রেসিডেন্সি ও সিনেটে ট্রাম্প টিম জয় পেয়েছে।
তিনি বলেন, এই জয়ের মাধ্যমে প্রামাণ হলো বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা ও নজিরবিহীন মিথ্যায় মানুষ ক্লান্ত।
দিমিত্রিয়েভ বলেন, মস্কো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক রিসেটিং করার সুযোগ এসেছে।
ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে থাকতেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে ২৭০টি ইলেকটোরাল ভোট দরকার।
নির্বাচনের আগেও ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা হবে। এখন আশা করা হচ্ছে এক্ষেত্রে পদক্ষেপ নেবেন তিনি।
সূত্র: রয়টার্স
এমএসএম