যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দলটির প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান তাদের জয় নিশ্চিত করছে।
ফক্স নিউজ ও দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সর্বশেষ খবরে বলা হয়, সিনেট নির্বাচনের প্রাথমিক ফলে ৫১টি আসন রিপাবলিকান পার্টির দখলে যাচ্ছে। যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। এ ছাড়া দলটি আরও কয়েকটি রাজ্যে জয়ের আশা করছে। সেসব রাজ্যে এখনও ভোট গণনা চলছে। অপরদিকে কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির হাতে থাকছে ৪২টি আসন। ডেমোক্রেটিকদের সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বর্তমানে নেব্রাস্কার দিকে সবার চোখ। রাজ্যটির ভোট গণনা চলছে। কিন্তু এর আগেই ফক্স নিউজ অনুমান করে জানিয়েছে, রিপাবলিকান প্রার্থী ডেব ফিশার স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ড্যান ওসবর্নকে পরাজিত করবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা বেড়ে ৯০ শতাংশে পৌঁছেছে।
দ্য নিউইয়র্ক টাইমসের বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে ১০ শতাংশে নেমেছে।
সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমস এ পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।
এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩২। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৬টি ভোট।