যুদ্ধ বন্ধে পুতিনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান পোপ লিওর

3 months ago 9

প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। এতে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ‘ইতিবাচক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। এক বিবৃতিতে ভ্যাটিকান এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া যেন শান্তিকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়ে পোপ আহ্বান জানিয়েছেন। তিনি সংকট সমাধানে সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলেও জানানো হয়।

ভ্যাটিকান নিশ্চিত করেছে, বুধবার (৪ জুন) বিকেলে পোপ লিও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। সাধারণত পোপদের ফোনালাপ নিয়ে প্রকাশ্যে বিবৃতি না দিলেও, এই কলটি ব্যতিক্রম ছিল।

আলোচনায় মানবিক পরিস্থিতি, জরুরি সহায়তা সহজতর করা, যুদ্ধবন্দিদের বিনিময় প্রচেষ্টা, এবং এ ক্ষেত্রে কার্ডিনাল মাত্তেও জুপ্পির অবদান নিয়ে আলোচনা হয়েছে। জুপ্পি ইউক্রেন ইস্যুতে ভ্যাটিকানের শান্তি-দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রেমলিন জানিয়েছে, প্রায় চার সপ্তাহ আগে পোপ হিসেবে নির্বাচিত হওয়া লিও যখন সংঘাত নিরসনে সহায়তা করার প্রস্তাব দেন, তখন পুতিন তাকে ধন্যবাদ জানান।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ সরকার যুদ্ধকে উস্কে দিতে চাইছে এবং রাশিয়ার বেসামরিক অবকাঠামোর ওপর নাশকতা চালাচ্ছে।

রাশিয়া আবারও বলেছে, এই সংঘাতের ‘মূল কারণগুলো’ সমাধান করতে হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান গ্রহণ এবং ন্যাটোর পূর্বদিকে সম্প্রসারণ না করার রুশ দাবি।

মানবিক ইস্যুতে ভ্যাটিকানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মস্কো। পোপ লিওর নির্বাচনের পর রাশিয়ান অর্থোডক্স চার্চের প্যাট্রিয়ার্ক কিরিল তাকে শুভেচ্ছা জানান।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article