যুব হকিতে বাংলাদেশের শুভসূচনা

2 hours ago 5
স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) মাসকাটে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজরা জিতেছে ৩-১ গোলে। জোড়া গোল করা রকিবুল হাসান রকি ম্যাচ সেরা হয়েছেন। প্রথম কোয়ার্টারে এক গোল করেছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে জোড়া গোল করে লাল-সবুজরা। চতুর্থ কোয়ার্টারে গিয়ে সান্তনাসূচক একমাত্র গোল করেছে স্বাগতিক ওমান। ম্যাচের সপ্তম মিনিটে মো. হাসানের ফিল্ড গোলে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি—১-০ লিড ধরে রেখে মাঝ বিরতিতে গেছে মওদুদুর রহমান শুভর দল। ৩৭ মিনিটে ফিল্ড গোলে স্কোর লাইন দ্বিগুণ করেন রকিবুল হাসান রকি। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোর লাইন ৩-০ করেন সেই রকিবুল হাসান রকিই। ম্যাচের ৫৫ মিনিটে ওমানের ওহাইবি মাইথাম পেনাল্টি স্ট্রোক থেকে স্কোর লাইন ৩-১ করেছেন। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মালয়েশিয়া ৫-২ গোলে চীনকে হারিয়েছে। ‘এ’ গ্রুপে বড় জয় পেয়েছে দুই এশিয়ান জায়ান্ট—জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপান ১১-০ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়া ৬-২ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল মালয়েশিয়া। পরদিন গ্রুপের শেষ ম্যাচে চীনের মোকাবেলা করবে বাংলাদেশ। আসরের সেরা পাঁচ দেশ সরাসরি যুব বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আয়োজক হিসেবে এরইমধ্যে বিশ্বকাপে নাম লেখানো ভারত সেরা পাঁচ-এ থাকলে অতিরিক্ত আরেকটি দেশ সুযোগ পাবে। যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন নিয়ে আসরে অংশগ্রহণ করছে বাংলাদেশ।
Read Entire Article