যুবকের পায়ুপথ থেকে ৬ সোনার বার উদ্ধার

6 hours ago 11

চুয়াডাঙ্গার জীবননগর থেকে মো. রাজ রকি (৩২) নামে এক চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করার পর এসব সোনা উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৭২৮.৯৬ গ্রাম। এর মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।

আটক রাজ রকি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে আটকের পর ক্যাম্পে নিয়ে মলদ্বার থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এবং উদ্ধার করা সোনার বার ট্রেজারিতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article