যুবদল নেতা কলিম হাওলাদারের নেতৃত্বে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহসভাপতি কলিম হোসেন হাওলাদারের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে এ শ্রদ্ধা জানান তিনি। এর আগে মিছিল সহকারে জিয়াউর রহমানের সমাধিতে যান এই যুবদল নেতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- যুবদল নেতা আসাদুজ্জামান সোহাগ মাতব্বর, আল আমিন শেখ রুবেল, আল ইমরান হাওলাদার, মামুন হাওলাদার, ওবায়দুল্লাহ বাইদুল, শাকিল মোল্লা প্রমুখ।
এর আগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ সময় যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

3 hours ago
5









English (US) ·